নিজস্ব প্রতিবেদক নাটোরের বড়াইগ্রাম উপজেলায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। এ উপলক্ষে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মোঃ মারফুদুল হকের সভাপতিত্বে আয়োজিত সভায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মাহদি হাসান,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ
মিজানুর রহমান।
বড়াইগ্রাম প্রতিনিধিঃ রায়হান সরকার