উপজেলার প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে মহিলাদের নামাজ ঘর ও ব্রেস্ট ফিডিং কর্ণার তৈরী করা হবে —————–ইউএনও, বড়াইগ্রাম

নিজস্ব প্রতিবেদকঃ উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, উপজেলার প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে মহিলাদের নামাজ ঘর ও ব্রেস্ট ফিডিং কর্ণার তৈরী করা হবে। বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ে আনুপাতিক হারে মহিলা শিক্ষক বেশী। সকাল থেকে বিকেল অবধি স্কুলে অবস্থানকালে লজ্জাবতী মা-বোনেরা নামাজ পড়তে ও শিশুদের ব্রেস্ট ফিডিং এর সময় অসুবিধার সন্মুখীন হন। ইসলামে মহিলাদের পর্দা রক্ষার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। ইসলামের নিয়ম-নীতি মেনে কর্মস্থলে কর্মজীবী ও তাদের কাছে সেবা নিতে আসা মহিলারা যেন নিঃসংকোচে ও নির্দিধায় নামাজ পড়তে ও শিশুদের ব্রেস্ট ফিডিং এর কাজ করতে পারেন, সেদিক লক্ষ্য রেখে এ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর সভায় মহিলাদের নামাজ ঘর ও ব্রেস্ট ফিডিং কর্ণার উদ্বোধনকালে
তিনি এসব কথা বলেন। গত মঙ্গলবার বনপাড়া পৌর সভার গ্রাউন্ড ফ্লোরে ফলক উন্মোচন ও ফিতা কেটে প্রধান
অতিথি হিসেবে তিনি এর শুভ উদ্বোধন করেন। সহকারী কমিশনার (ভূমি) ও বনপাড়া পৌর প্রশাসক মো. আশরাফুল
ইসলামের পরিচালিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম ভূইয়া, পৌর
প্রকৌশলী মো. আতাউর রহমান, পৌর হিসাব রক্ষণ কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, কাদিরাবাদ সেনানিবাস
এলাকার বাউয়েটের ডেপুটি রেজিস্ট্রার আলহাজ্ব আশরাফুল ইসলাম, বড়াইগ্রাম স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি
আলহাজ্ব সাইফুর রহমান সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও এলাকার সুধীমন্ডলী। উদ্বোধনের প্রাক্কালে
উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসকে ফুলেল শুভেচ্ছা জানান বনপাড়া পৌর প্রশাসক
মো.আশরাফুল ইসলাম। প্রধান অতিথি উদ্বোধন শেষে পৌরসভার মহিলা কর্মজীবী ও সেবা নিতে আসা মা-শিশুর
খোঁজ-খবর নেন।
বড়াইগ্রাম প্রতিনিধিঃ রায়হান সরকার