বড়াইগ্রাম উপজেলা ডায়াবেটিক কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ নাটোরের বড়াইগ্রাম উপজেলা ডায়াবেটিক কল্যাণ সমিতির ৫ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে ও মো.সোলায়মান আলীর সঞ্চালনায় সমিতির
হাসপাতাল, বনপাড়াতে গত সোমবার এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান
আব্দুল হাকিম, নগর ইউপি চেয়ারম্যান মোস্তফা সামসুজ্জোহা, উক্ত সমিতির সাবেক সেক্রেটারী আবু হেনা মোস্তফা কামাল, প্রকৌশলী নূরমোহাম্মদ আল মামুন, আহমেদপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আসাদ উজ জামান, বনপাড়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মোয়াজ্জেম হোসাইন, স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব সাইফুর রহমান প্রমুখ।সভার শেষার্ধে উক্ত সমিতির মনোনীত নির্বাচন কমিশনার ও উপজেলা কৃষি কর্মকর্তা (ভার.) মো. মাহাদী হাসান দুই বছর মেয়াদী সমিতির নির্বাচিত ৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন। তারা হলেনঃ
সভাপতি- উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস, সহসভাপতি-আলহাজ্ব মহিবুর রহমান, সাধারণ সম্পাদক-আলহাজ্ব আকবর আলী মৃধা, কোষাধ্যক্ষ- সাইফুল ইসলাম বাবুল, দপ্তর সম্পাদক-বীরমুক্তিযোদ্ধা মসলেম
উদ্দিন,নির্বাহী সদস্য- ডা. ওয়ালিউল ইসলাম, অধ্যাপক লুৎফর রহমান, রহমত উল্লাহ ও সোলায়মান আলী।
বড়াইগ্রাম প্রতিনিধিঃ রায়হান সরকার