লালপুরে বিএনপি নেতা পাপ্পুর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক ॥ নাটোরের লালপুর উপজেলা বিএনপি’র সচিব হারুনার রশিদ পাপ্পুকে ৫ আগষ্ট পরবর্তি নানা ঘটনার সাথে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় লালপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন তিনি। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে একটি লিখিত প্রেস বিজ্ঞপ্তি স্থানীয় সাংবাদিকদের দেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হারুনার রশিদ পাপ্পু।
প্রেস বিজ্ঞপ্তিতে হারুনর রশিদ পাপ্পু বলেন, গত ২৬ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে আমাকে জরিয়ে পোষ্ট করা হয়েছে এই সকল ঘটনার সঙ্গে আমার কোন সম্পৃক্ততা নেই। এগুলি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। আমি ও আমার দলের নেতাকর্মীরা এধরনের কোন কার্যক্রমরে সঙ্গে জরিত নই। মিথ্যা ও বানোয়াট তথ্য জাতির সামনে উপস্থাপন করে আওয়ামী লীগ বর্তমানে গুজব লীগে পরিনত হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
পাপ্পু বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ যে সাধারণ মানুষের উপর সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত করেছে সাধারণ মানুষের পুঞ্জিভূত ক্ষোভের বহিপ্রকাশ ঘঠেছে ৫ আগষ্ট পট পরিবর্তানের মধ্য দিয়ে। সে সময় আমি উপজেলা প্রশাসনের সঙ্গে থেকে মানুষকে ধ্বংসাত্বক কার্যক্রম থেকে নিবৃত্ত করেছি। এব সফল হয়েছি। অথচ পতিত স্বৈরাচার ও তার দোসরেরা আমার জনপ্রিয়তায় ঈষান্বিত হয়ে সামাজিক যোগোগে মাধ্যমে আমার বিরুদ্ধে মনগড়া মিথ্যা প্রপাগন্ডা ছাড়াচ্ছে। এমনকি ৫ আগষ্ট পরবর্তী তারা আমার উপর অতর্কিত হামলা চালিয়ে আমাকে ভয়ভীতিও প্রদর্শন করছে।
তিনি আরো বলেন, আমি জনগনের ভোট নির্বাচিত একজন সাবেক উপজেলা চেয়ারম্যান। আমার সামাজিক ও ব্যক্তিগতভাবে মান-সম্মান মর্যাদা ক্ষুন্ন করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে মনগড়া মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে পোষ্ট করা হয়েছে। এত আমার অর্জিত সুনাম ক্ষুন্ন হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তাদের অতিদ্রুত এই পোষ্ট প্রত্যাহার করতে হবে একই সঙ্গে নি:শর্ত ক্ষমা চাইতে হবে। এ ঘটনায় লালপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
লালপুর থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে
আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।