নিজস্ব প্রতিবেদক নাটোরের বড়াইগ্রাম উপজেলায় স্ত্রীর প্রতি অভিমান করে বিষাক্ত ট্যাবলেট সেবনে আত্বহত্যা করেছে সায়েদ আলী দেওয়ানের ছেলে রফিকুল ইসলাম (৪০)। শনিবার বিকেল পাঁচটার দিকে উপজেলার সংগ্রামপুর গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, রফিকুল ইসলাম তার স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে ট্রাক ক্রয়ের জন্য নিজস্ব পালিত এক জোড়া মহিষ বিক্রি করার সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু মহিষ জোড়া বিক্রয়ে বাধা দিয়ে আসছিল তার স্ত্রী ইউপি সদস্যা শেফালী বেগম।
এ নিয়ে স্ত্রীর সঙ্গে মাঝে-মাঝেই ঝগড়া-বিবাদ হতো। শনিবার সকালেও উভয়ের মধ্যে এ নিয়ে তর্ক-বিতর্ক হয়।এরপর দীর্ঘক্ষণ রফিকুল ইসলামের দেখা না পেয়ে খোঁজা-খুজি শুরু করে স্বজনেরা। তারই ধারাবাহিকতায় শনিবার বিকেল পাঁচটার দিকে সংগ্রামপুর কৃষি মাঠে তার খোঁজ মেলে গুরুতর অসুস্থবস্থায়। ওই সময় স্বজনেরা তার আলামত দেখে অনুভব করে যে রফিকুল বিষাক্ত ট্যাবলেট সেবন করে অসুস্থ হয়েছে। স্বজনেরা সেখান থেকে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম জানান, রফিকুল ইসলামের লাশ উদ্ধার করে নাটোর
হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমুত্যু মামলা হয়েছে।
বড়াইগ্রাম প্রতিনিধিঃ রায়হান সরকার