বড়াইগ্রামে মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ জানিয়ে ছাত্রদলের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদকঃ নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মাছ মারার অভিযোগে ছাত্র দলের নামে মিথ্যা সংবাদ প্রকাশের জন্য তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেন বনপাড়া পৌর ছাত্রদল। শনিবার বনপাড়া একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন বনপাড়া পৌর ছাত্রদলের আহব্বায়ক সোহেল রানা, সদ্য বহিস্কৃত সদস্য জামিল হোসেন,পুকুর চাষাবাদ পরিচালনা পরিষদের সভাপতি ইসলাম আলী প্রমুখ।লিখিত বক্তব্যে ইসলাম আলী বলেন, পারকোল দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের পুকুরটি মিজানুর রহমান মজনু নামের এক ব্যাক্তি ইজারা নেয়। তিনি ব্যস্ত থাকার কারনে আমাকে সভাপতি করে ২৪ সদস্য বিশিষ্ট একটি পরিচালনা কমিটি গঠন করা হয়। সেই ধারাবাহিকতায় গত ১৫ই ডিসেম্বর মাছ মারতে গেলে কিছু ব্যক্তি বাধা দিয়ে মিথ্যা মামলা দেয়। এছাড়া কিছু সাংবাদিক দিয়ে ছাত্র দলের নামে মিধ্যা সংবাদ প্রকাশ করায়। যদিও ছাত্রদলের কেউই এ ঘটনায়
জড়িত নাই।সোহেল রানা বলেন, জামিল হোসেনের মামলায় নামও নাই। কিন্তু জেলা ছাত্রদল এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তদন্ত না করে জামিলকে বহিস্কার করে। জেলা ছাত্রদলের নেতাদের নিকট সঠিক তদন্ত করে জামিলের পদ ফিরিয়ে দেওয়ার দাবী জানাচ্ছি। এ ঘটনায় বনপাড়া পৌর ছাত্রদলের কেউ জড়িত নাই। আমার নামে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে।আমার নামে মামলাও নাই।
বড়াইগ্রাম প্রতিনিধিঃ রায়হান সরকার