নিজস্ব প্রতিবেদকঃ নাটোরের বড়াইগ্রাম উপজেলায় অগ্নিকান্ডে মোঃ আলতাব হোসাইনের বসতবাড়ী পুড়ে ছাই ও তার আলিজা খাতুন নামের এক বছর বয়সী শিশু কন্যার মুত্যু হয়েছে। আলতাব হোসাইন উপজেলার জোনাইল ইউনিয়নের শিমুলতলা গ্রামের আবুল কাছেদ মোল্লার পুত্র।স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত হয় এবং দ্রুত সারা বাড়ীতে আগুন ছড়িয়ে পড়ে। এতে প্রায় ৩২ হাত দীর্ঘ টিনসেডের শয়ন কক্ষ ও রান্না ঘর পুড়ে ছাই হয়েছে নিমিষে। অন্ধকার ও ধুয়ায় শিশুটিকে ফেলে রেখে মাতা দ্রুত শয়ন ঘর থেকে বের হয়। তাদের চিৎকারে এ সময় প্রতিবেশীরা এগিয়ে এলেও আগুন থেকে উদ্ধার করতে পরেননি শিশুটিকে। এ অগ্নিকান্ডের তাপদাহে তার ঘরে থাকা আসবাবপত্র,কাপড়, ধান, চাল কিছুই বের করতে পারেনি কেউই।বনপাড়া ফায়ার স্টেশনের সহকারী স্টেশন অফিসার মো. আব্দুস সালাম জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটানাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টা যাবত প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। কিন্তু আগুন থেকে আলিজা খাতুন নামের এক বছর বয়সী শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। সে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছে।
বড়াইগ্রাম প্রতিনিধিঃ রায়হান সরকার