বড়াইগ্রামে ১৩ টি শ্যালো মেশিন চুরি

নিজস্ব প্রতিবেদকঃ নাটোরের বড়াইগ্রাম উপজেলায় কৃষি জমিতে পানি সেচে ব্যবহৃত ১২ জন কৃষকের ১৩ টি শ্যালো মেশিন চুরি হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে নাটোর- পাবনা মহাসড়কের পাশে উপজেলার গড়মাটি মৌজার মরাবিল থেকে এ মেশিনগুলো চুরি হয়। স্থানীয়রা জানান, মেশিনগুলোর মালিক হলেন গড়মাটি গ্রামের আহসানুল আমিন, নঈম উদ্দিন, মোজাম্মেল হক, খালেদ আলী, জাহিদুল ইসলাম, শফিকুল ইসলাম, মিলন হোসেন, সাইদুল ইসলাম, রনি আহমেদ, আরমান মোল্লা, মিজানুর রহমান ও ইয়ার আলী। প্রত্যেকের ১টি করে কিন্তু নঈম উদ্দিনের ২ টি মেশিন চুরি হয়েছে। পানি সেচের জন্য কৃষি জমিতে মেশিনগুলো বসানো ছিল। ১৩ টি শ্যালো মেশিনের আওতায় আনুমানিক ৫০ একর জমিতে থাকা রশুন, পিয়াজ, শাকসব্জি, ধনিয়া, মসুর ও গমের জমিতে পানি সেচ দেয়া হতো। বুধবার সকাল ৭ টার দিকে
জমিতে পানি সেচ দিতে গিয়ে ভুক্তভোগীরা তাদের মেশিন দেখতে না পেয়ে আশে-পাশের আখ ক্ষেত সহ বিভিন্ন স্থানে খোঁজা-খুজি শুরু করে এবং পুলিশে ফোন দেয়। আলামত দেখে অনুমান করা যায় যে মেশিনগুলো মহাসড়কের
পাশে একটি আখ ক্ষেতে একত্রিত করে, পরে ট্রাকযোগে সেগুলো নিয়ে পালিয়ে যায় চোরদল।বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম জানান, এ বিষয়ে অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং সংঘবদ্ধ চোরদলকে ধরার জন্য জোর তৎপরতা শুরু হয়েছে। ভুক্তভোগীরা বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসকে জানালে তিনি ওই এলাকার মহাসড়কে রাত্রিকালীন টহল টিম বৃদ্ধিকরণের নির্দেশ দেন পুলিশ প্রশাসনকে। এছাড়া ভুক্তভোগীদের সজাগ থাকার পরামর্শ দেন।
বড়াইগ্রাম প্রতিনিধিঃ রায়হান সরকার