বড়াইগ্রামে মহান বিজয় দিবস পালিত

নিজস্ব প্রতিবেদকঃ নাটোরের বড়াইগ্রাম উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে মহান বিজয় দিবস উদ্জাপন করা হয়েছে। দিবসটিতে সোমবার উপজেলা প্রশাসন, জামায়াতে ইসলাম, বিএনপি পৃথক-পৃথক কর্মসূচী গ্রহণ করে। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা, বনপাড়া সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজের
উদ্যোগে পিঠা উৎসব অন্যতম। উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভা সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক আব্দুস সালাম মোল্লা, বনপাড়া পৌর বিএনপির আহব্বায়ক অধ্যাপক লুৎফর রহমান, উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, উপজেলা যুব বিভাগের সভাপতি আব্দুল্লাহ আওয়াল মমিন, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের ও বয়াত রেজা, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি মাহাবুব সরদার প্রমুখ।
বড়াইগ্রাম প্রতিনিধিঃ রায়হান সরকার