নিজস্ব প্রতিবেদক ॥ রবিবার গভীর রাতে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর বাজারের জামিল ফার্মেসী নামের এক ওষুধের দোকানের টিনের চাল ও চালের নিচের গ্রীল কেটে নগদ ২ লক্ষাধিক টাকা ও প্রায় ১০ লাখ টাকার ওষুধ চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনার প্রতিবাদে বাংলাদেশ ক্যামিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি বিসিডিএস গোপালপুর বাজার শাখার আয়োজনে সোমবার দুপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। এ সময় নর্থ বেঙ্গল সুগার মিল সড়কে ওষুধ ব্যবসায়ীরা তাদের দোকান বন্ধ রেখে প্রায় দুই ঘন্টা ব্যাপী অবস্থান ধর্মঘট পালন করে।
জামিল ফার্মেসীর মালিক জামিল হোসেন জানান, চোরেরা তার দোকানের ক্যাশ বক্সে রাখা নগদ ২ লক্ষাধিক টাকা এবং র্যাকে ও রেফ্রিজারেটরে থাকা মুল্যবান সব ওষুধ বস্তাভর্তি করে নিয়ে গেছে। যার মূল্য প্রায় ১০ লাখ টাকা হবে।
ক্যামিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি আমিনুর ইসলাম রেজা ও সাধারণ সম্পাদক মওসুম আলম বলেন, ফার্মেসীতে চুরির ঘটনার চোর শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তারা বলেন, চুরির ঘটনায় কোন প্রতিকার না পেলে আগামীতে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।
এ ব্যাপারে লালপুর থানার ওসি নুরুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চোর সনাক্তে থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথভাবে কাজ করছে।