বড়াইগ্রামে মাছ চুরির প্রস্তুতিকালে চোর সন্দেহে আটক ৭, মোটরসাইকেল-ভ্যান গাড়ী জব্দ

নিজস্ব প্রতিবেদকঃনাটোরের বড়াইগ্রাম উপজেলায় পুকুর থেকে মাছ চুরির প্রস্তুতিকালে চোর সন্দেহে ৭ জনকে আটক এবং ৪ টি মোটরসাইকেল, ১টি ব্যাটারীচালিত ভ্যান গাড়ী, মাছ ধরার বড় বাধাই জাল সহ বিভিন্ন উপকরণ জব্দ করেছে পুলিশ।রোববার ভোর ৪ টার দিকে উপজেলার পারকোল গ্রামের ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো উপজেলাধীন বিভিন্ন গ্রামের নাজমুল আলম (৩৪), আলমগীর হোসেন (২৬), রানা (২৪), সুমন (২৪), তুষার (২৩), কৌশিক আহম্মেদ (২৫) ও রাজু জোয়ারদার (২৫)। স্থানীয় ও পুলিশী সুত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত তিনটার দিকে মাছ ধরার উপকরণ নিয়ে মোটরসাইকেল,ব্যাটারীচালিত ভ্যান গাড়ী ও মাছ বহনের ট্রলি যোগে উপজেলার পারকোল গ্রামের পারকোল উচ্চ বিদ্যালয়ের পুকুরে মাছ ধরতে যায় এক দল দুর্বৃত্ত। মাছ ধরার প্রস্তুতিকালে স্কুলটির নাইট গার্ড আমজাদ হোসেন ও প্রতিবেশী বেলাল হোসেন বিষয়টি টের পেয়ে ডাক-চিৎকার শুরু করে। তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে মাছ ধরতে বাধার সৃষ্টি করে ও পুলিশে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পেীছে ঘটনার সাথে জড়িত সন্দেহে মোটরসাইকেল ও মাছ ধরার বড় বাধাই জাল সহ ৭ জনকে আটক করে থানায় নিয়ে যায়। এরপর বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম সংশ্লিষ্ট ঘটনায় ব্যবহৃত আলামত অনুসন্ধানের জন্য সঙ্গীয় ফোর্স সহ পুনরায় ঘটনাস্থলে আসেন এবং রোববার দুপুর ২ টার দিকে খোঁজা-খুজির এক পর্যায়ে পুকুরের পানির নিচ থেকে ১টি ব্যাটারীচালিত ভ্যান গাড়ী সহ কিছু উপকরণ উদ্ধার করেন। এ বিষয়ে স্থানীয়দের মধ্যে কেউ-কেউ বলেছেন, আটককৃতরা ছিল পথচারী। তারা পথ বেয়ে অন্যত্র যাচ্ছিল।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম জানান, এ বিষয়ে মামলা হয়েছে, আইনানুগ ব্যবস্থা নেয়া হবে আটককৃতদের রোববার বিকেলে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বড়াইগ্রাম প্রতিনিধিঃ রায়হান সরকার