বড়াইগ্রামে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদকঃ নাটোরের বড়াইগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটিতে শনিবার সন্ধ্যায় কালিকাপুর গণকবরে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপি’র যুগ্ম আহব্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান প্রভাষক আব্দুল আলীম,বনপাড়া পৌর বিএনপি’র আহব্বায়ক অধ্যাপক এম.এ লুৎফর রহমান, বীর
মুক্তিযোদ্ধা আবুুল খায়ের প্রমুখ।
বড়াইগ্রাম প্রতিনিধিঃ রায়হান সরকার