নিজস্ব প্রতিবেদকঃ নাটোরের বড়াইগ্রামে উপজেলা ডায়াবেটিক কল্যাণ সমিতির ডিসেম্বরে অনুষ্ঠিতব্য সাধারণ সভা সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। গত বৃহষ্পতিবার উপজেলা নির্বাহী অফিসার ও উক্ত সমিতির সভাপতি লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে ও সদস্য মো. সোলায়মান আলীর সঞ্চালনায় সমিতির হাসপাতাল, বনপাড়াতে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আলহাজ্ব আকবর আলী মৃধা, সদস্য ডা. ওয়ালিউল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পণা কর্মকর্তা (অব.) প্রবীন কুমার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাকিম, মাঝগাঁও ইউপির সাবেক
চেয়ারম্যান আলহাজ্ব মহিবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা মসলেম উদ্দিন, মমিনুুল ইসলাম, বড়াইগ্রাম স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব সাইফুর রহমান ও সহ-সভাপতি আলহাজ্ব আশরাফুল ইসলাম প্রমুখ। সভায় হাসপাতালের
স্বাস্থ্যসেবা সম্প্রসারণের জন্য বিভিন্ন বিভাগ খোলা, অবকাঠামো বৃদ্ধির জন্য জমি ক্রয়, ভবনের দ্বিতীয়তলা নির্মাণ ইত্যাদি বিষয় আলোচনা হয়। এ ব্যাপারে জেলা ও উপজেলা প্রশাসন থেকে সম্মানজনক আর্থিক সহায়তার
আশ্বাস প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও সমিতির সভাপতি লায়লা জান্নাতুল ফেরদৌস।
বড়াইগ্রাম প্রতিনিধিঃ রায়হান সরকার