নিজস্ব প্রতিবেদকঃ নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজাপুর বাজার এলাকায় গোপালপুর ইউনিয়নের টিসিবি পণ্য বিতরণের উদ্বোধন নিয়ে বিএনপি’র দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এসময় রুবেল নামের একজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুর একটার দিকে গোপালপুর ইউনিয়ন পরিষদের সামনে টিসিবির পণ্য বিতরণকে
কেন্দ্র করে থানা বিএনপি’র যুগ্ম আহব্বায়ক মোঃ সামসুল আলম রনি’র ১৫/২০ জন অনুসারী এবং গোপালপুর
ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম সহ ১০/১২ জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের এক পর্যায়ে রনির জনৈক্য অনুসারীর হাতে থাকা পিস্তল দিয়ে গুলি ছুঁড়লে মোঃ রুবেল হোসেন নামে একজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়। রুবেল উপজেলার অর্জুনপুর গ্রামের মোঃ হাসমত খলিফার ছেলে। বর্তমানে রাজাপুর বাজারে থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোন সময় বড় ধরণের সহিংসতা ঘটতে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসী।বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েনন করা হয়েছে। তদন্তসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বড়াইগ্রাম প্রতিনিধিঃ রায়হান সরকার