নিজস্ব প্রতিবেদকঃনাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় এসআর পাটোয়ারী কোয়ালিটি এ্যাডুকেয়ার ইনস্টিটিউটে সরকারি বরাদ্দে চার তলা ভিতবিশিষ্ট প্রথম তলা নির্মাণ কাজ শুরু করার প্রতিবাদে এবং নির্মাণ কাজের অনুদান বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার বনপাড়া ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক আব্দুল্লা আল আওয়াল মমিনের নেতৃত্বে, ব্যবসায়ী নাসির গাজী সহ স্থানীয় সচেতন মহলের ১২/১৩ জন এ স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি সুত্রে জানা যায়, ইনস্টিটিউটটি ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর ব্যাক্তি মালিকানাধীন একটি শিক্ষা প্রতিষ্ঠান। সেখানে চারতলা ভবনের ভীত ও প্রথম তলা নির্মাণ কাজে বরাদ্দ রয়েছে এক কোটি ১৪ লাখ ৬৪ হাজার ছয়শ’ টাকা। উক্ত ভবন নির্মান কাজ ইতোমধ্যে উদ্বোধন করা হয়েছে। ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন জানান, শিক্ষা প্রতিষ্ঠানটি সরকার অনুমোদিত ও
রেজিস্ট্রিকৃত। সংশ্লিষ্ট কতৃপক্ষ বরাবরে প্রতিষ্ঠানের নাম জমি রেজিস্ট্রি রয়েছে এবং জেএসসি-এসএসসি পরীক্ষার্থীরা প্রতিষ্ঠানের নামেই পরীক্ষা দিয়ে থাকে। উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি খতিয়ে দেখে উর্ধ্বতন কতৃপক্ষকে অবহিত করবেন বলে স্মারকলিপি দাতাদের আশ্বস্ত করেন।
বড়াইগ্রাম প্রতিনিধিঃ রায়হান সরকার