নিত্য পণ্যের বাজার /
চাউলের বাজার দ্বিগুণ,
বেগুনে লেগেছে আগুন।
বেজায় দামি সয়াবিন তেল,
স্পর্শের বাইরে, মরিচের কি খেল?
মহামূল্যবান এখন রসুন,
পেঁয়াজ বলে কাছে এসে দেখুন!
কুমড়ো বলে আমি কম কিসে?
ভিন্ডি কয় মরবি আমার বিষে।
দামি লাউ উঁচু তার ভুঁড়ি,
করলার দামের নেই জুড়ি।
দাদা, অমূল্য এখন আদা,
নৃত্য পণ্যের বাজার এক মস্ত ধাঁধা।
মিউজিয়ামে যাবে বলছে জিরা,
আলুরা সেজেছে রত্ন হীরা।
কচু পটল আর শাক,
দাম শুনে জনতা নির্বাক।
লবণ এখন বেশ সম্মানী,
সাদা সোনা হয়েছে চিনি।
নিত্য পণ্যের বাজারের কি হাল,
দরিদ্ররা ভাবছে খাব কি কাল?