নিজস্ব প্রতিবেদকঃনাটোরের বড়াইগ্রাম উপজেলায় বনপাড়া পৌরশহরে এসআর পাটোয়ারী কোয়ালিটি এডুকেয়ার ইনস্টিটিউটের একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) ও বনপাড়া পৌর প্রশাসক মো.আশরাফুল ইসলাম। বৃহষ্পতিবার ইনস্টিটিউট চত্বরে ভবনটির ভিত নির্মাণের জন্য কোদাল দিয়ে মাটিতে কোপ দিয়ে কাজের শুভ উদ্বোধন করেন তিনি। চারতলাবিশিষ্ট ভবনটির প্রথম তলা নির্মাণ কাজে ব্যয় বরাদ্দ রয়েছে এক কোটি ১৪ লক্ষ ৬৪ হাজার ছয় শ’ টাকা। সেখানে উপস্থিত ছিলেন নাটোর জেলা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, বড়াইগ্রাম প্রকৌশলী অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. শরিফুল ইসলাম, নাটোর মেসার্স আলী এন্টারপ্রাইজের পরিচালক আলহাজ্ব আনিসুর রহমান, বড়াইগ্রাম ডায়াবেটিক কল্যান সমিতির সেক্রেটারী আলহাজ্ব আকবর আলী মৃধা, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মসলেম উদ্দিন, এস আর পাটোয়ারী কোয়ালিটি এডুকেয়ার ইনস্টিটিউটের পরিচালক ও এস আর পাটোয়ারী হাসপাতালের স্বত্বাধিকারী আলহাজ্ব ডা. হোসনেয়ারা খাতুন, প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন
সহ এলাকার সুধীজনেরা।
বড়াইগ্রাম প্রতিনিধিঃ রায়হান সরকার