শাহাব উদ্দিন ভূঁইয়া (জয়)/
শিশিরভেজা শিউলিঝরা কোনো এক শুভ্র সকাল
নদী – চর, বালুচর কোলাহলে দুলছে কত – শত কাশফুল।
সাদা – সাদা এলোকেশের দোলা, আকাশ ছুঁয়ে ভাসা শুভ্র মেঘের দল।
নৌকার পালে বিলাসী হাওয়া— শরতে শরতে মনে পড়ে সোনালী অতীত,
মনে পড়ে তোমার – আমার সেদিনের স্মৃতিময় দিনগুলো।
পাখপাখালির ঝাঁক, বাঁশবনে ডাহুকের হাঁক, বিলঝিলে ডুবো – ডুবো শালুক পাতাগুলো।
আঁধারে বুক চিরে, জোনাকির আলো ঘিরে, ঘোর লাগা চাঁদের আলো— তবুও কী যেনো নেই,
শরৎ আসে প্রতিমা’রা সাজে ঢাকঢোল হাঁকিয়ে আসোনা শুধু তুমি – তুমি – তুমি।