নিজস্ব প্রতিবেদকঃ নাটোরের বড়াইগ্রাম উপজেলায় হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা নির্বিঘেœ উদযাপনের লক্ষ্যে নাটোর জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বড়াইগ্রাম থানা
চত্বরে এ সভা অনুুিষ্ঠত হয়। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে ওসি (তদন্ত) মো. মাহাবুব হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নাটোর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক গোপাল কুমার দাস, সাধারণ সম্পাদক অধ্যাপক গনেশ চন্দ্র মন্ডল, উপজেলা বিএনপির আহব্বায়ক এ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া, জেলা জামাতের সহকারী সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাকিম, উপজেলা ছাত্র সমন্বয়ক মোঃ হাফিজুল ইসলাম প্রমুখ।আসন্ন দুর্গাপূজায় জেলা পুলিশ-কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপস্থিত পুজা উদযাপন কমিটির সকলকে অবহিত করা হয়। দূর্গোৎসবে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে বলে সকলকে আশ্বস্থ করা হয়। উপজেলায় মোট ৪৭ টি পূজা মন্ডপ রয়েছে। উপজেলা পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র নেতা সহ সুধীজনেরা সভায় উপস্থিত ছিলেন।
বড়াইগ্রাম প্রতিনিধিঃ রায়হান সরকার