নিজস্ব প্রতিবেদকঃ নাটোর জেলা জামায়াতের আমির ড. মীর নূরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বলেন মানবতার মুক্তির মহান দূত হযরত মুহম্মদ (সা.) যার আদর্শ অনুসরণ ও বাস্তবায়নেই বৈষম্যহীন সমাজ ও কল্যানকর রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব। সকল ধর্ম বর্ণের মানুষের সাথে ভাতৃত্ববোধ, সাম্প্রদায়িক সম্প্রিতী বজায় রাখতে হবে। অন্যায়, অবিচার, দুর্নিতীমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে হবে। নাটোরের বড়াইগ্রাম উপজেলায় “বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় রাসূল (সাঃ) এর আদর্শ” শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। বড়াইগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে গত শনিবার বনপাড়া মডেল মসজিদ চত্বরে সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. হাবিবুর রহমান ও
সঞ্চালনা করেন বনপাড়া পৌর আমির জিয়াউর রহমান জুয়েল। সেখানে প্রধান অতিথি ছিলেন নাটোর জেলা জামায়াতের আমির ড. মীর নূরুল ইসলাম ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ
বিভাগের প্রফেসর ড. মো. মাসুদ আলম। এছাড়া বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, নাটোর জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মো.
দেলোয়ার হোসাইন খান, নাটোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা মো. আব্দুল হাকিম, বড়াইগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক আবুল হোসেন প্রমুখ।
বড়াইগ্রাম প্রতিনিধিঃ রায়হান সরকার