তফিজ উদ্দিন/
চব্বিশের পাঁচ আগষ্ট সরকার পতন কাল
সরকার প্রধান হঠাৎ দেখেন শক্ত মোটা জাল।
এমন হলো কেমন করে যেন মিরাক্কেল
চলমান এ সচল চাকা কেমনে করলো ফেল!
যদিও শুনি ক্ষমতা নাকি চিরস্থায়ী নয়
তাই বলে কি এমনি ভাবে সবই বিফল হয়।
প্রতিপক্ষ অতিরসে বলছে অনেক কিছু
ভুলের ভুত কেমনভাবে লেগেছিলো পিছু।
মুক্তিযোদ্ধা আর রাজাকার শব্দ দুটির জন্য
হলো, স্বাধীনতার পক্ষ শক্তি হেয় প্রতিপন্ন।
ছাত্রলীগই যথেষ্ট এই না কথা বলে
যুদ্ধ শুরুর আগেই গেল মাঠ ছেড়ে চলে।
সম্ভ্রম আর জীবন দিয়ে গড়া বাংলাদেশ
কিছু কিছু ভুলের কারণ, হলো এমন পরিবেশ।
লাখো সুনাম জড়ো করে, করে গলার মালা
বৈষম্য আর কোটার ঢেউয়ে উল্টে গেলো পালা।
অবিশ্বাস্য ফলাফল ঘটিয়ে দিলো ছাত্রবল
ছোট ভুলরে ছোট ভাবলে হতেই পারে এমন ফল।