সকল ধর্ম বর্ণের মানুষের সাথে সাম্প্রদায়িক সম্প্রিতী বজায় রাখতে হবে –সভাপতি, ইসলামী ছাত্র শিবির

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. মঞ্জুরুল ইসলাম বলেন, সকল ধর্ম বর্ণের মানুষের সাথে ভাতৃত্ববোধ, সাম্প্রদায়িক সম্প্রিতী বজায় রাখতে হবে। দুঃশাসন চলে গেছে। আর যেন কোনো দুঃশাসন না
আসে। হিন্দু-খৃষ্টান-বৌদ্ধ সম্প্রদায় সহ সকল শ্রেণি পেশার মানুষের ঘর-বাড়ী, দোকানপাট, উপসনালয়ে কোনো
নাশকতাকারী হামলা করতে না পারে, সেজন্য ছাত্র শিবিরকে মাঠে-ময়দানে থাকতে হবে। মন্দির, গীর্জা প্যাগোডা পাহারা দিতে হবে। এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সকলকে এগিয়ে আসতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। শহীদ শিক্ষার্থীদের স্মরণে শুক্রবার বিকেলে নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহমেদপুর বাসস্ট্যান্ডে জামায়াতে ইসলামী আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।জোয়াড়ী ইউপি জামায়াতের আমির মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সেক্রেটারী আইয়ুব আলীর সঞ্চালনায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রয় সভাপতি মো. মঞ্জুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে সেখানে বক্তব্য রাখেন নাটোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আব্দুল
হাকিম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ্ আল মামুন, বড়াইগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক আবুল হোসেন, সেক্রেটারী আবু বকর সিদ্দিক ও বনপাড়া পৌর আমির
জিয়াউর রহমান জুয়েল।
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধিঃ রায়হান সরকার