নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় গতকাল বুধবার জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী, পুকুরে মাছের পোনা অবমুক্ত করণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে ও সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোবশির হোসেন বিপ্লবের সঞ্চালনায় উপজেলা অডিটরিয়াম হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবলু, ভাইস চেয়ারম্যান রেজাউল করিম ভুট্টু,মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ চামিলী বেগম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসরাফুল ইসলাম উপস্থিত ছিলেন। সেখানে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল হালিম, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের প্রমুখ। সভায় উপজেলার সেরা মৎস্য চাষীদের ক্রেস্ট সন্মাননা হিসেবে দেওয়া হয়। এছাড়াও উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ এলাকার মৎস্যজীবী ও মৎস্যচাষীবৃন্দ।
বড়াইগ্রাম (নাটোর)প্রতিনিধিঃ রায়হান সরকার