নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা বুধবার অনুষ্ঠিত হয়েছে। বড়াইগ্রাম পৌর মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজীর সভাপতিত্বে আয়োজিত
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নাটোর সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান। বিশেষ অতিথি হিসাবে নাটোর -৪ আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, সংরক্ষিত নারী আসনের
সংসদ সদস্য কোহেলী কুদ্দুস, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহজাহান কবীর, উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবলু, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, বড়াইগ্রাম পৌর মেয়র
মাজেদুল বারী নয়ন, গুরুদাসপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান, সাধারণ সম্পাদক
ইউপি চেয়ারম্যান আব্দুল মতি, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মমিন আলী, মস্তফা শামসুজ্জোহা বক্তব্য
রাখেন। সভায় কোটা আন্দোলনে ভর করে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের ধ্বংসযজ্ঞ রোধে আওয়ামীলীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে সক্রিয় ভূমিকা রাখা, আগামী ৩০ আগষ্ট প্রয়াত সংসদ সদস্য অধ্যাপক আব্দুল
কুদ্দুসের প্রথম মৃত্যুবার্ষিকী, জাতীয় শোক দিবস ও গ্রেনেড হামলা দিবস যথাযথভাবে পালনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধিঃ রায়হান সরকার