লালপুরে কুরবানির পশুর চামড়া ছড়ানোর পরেই লবণ লাগিয়ে সংরক্ষণের পরামর্শ

নিজস্ব প্রতিবেদক / নাটোরের লালপুর উপজেলায় ঈদুল আজহা’র দিন কুরবানির পশুর চামড়া ছড়ানোর পর যত দ্রুত সম্ভব লবণ দিয়ে তা সংরক্ষণের পরামর্শ দিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় এতিমখানা, হাফেজিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা ও লিল্লাহ বোডিং এর প্রধানদের সাথে আলোচনাকালে উপজেলা শারমিন আখতার এই পরামর্শ দেন। তিনি জানান সংরক্ষণের ত্রুটির কারণে বিশেষ করে খাসির চামড়া অনেকাংশ নষ্ট হয়ে যায়। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শিমুল আক্তার ।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১১ টি প্রতিষ্ঠানে বিনা মূল্যে ১ হাজার তিন’শ ৯ কেজি লবণ বিতরণ করা হয়।