লালপুর (নাটোর) সংবাদদাতা
আগামী ২১ মে লালপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় লালপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আরিফকে কারণ দর্শানোর নোটিশ করেছে কেন্দ্রীয় বিএনপি।
দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশে দলের সিদ্ধান্ত অমান্য করে আগামী ২১ মে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহার না করার যথাযথ কারণ দর্শিয়ে ৪৮ ঘন্টার মধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর লিখিত ভাবে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠাতে বলা হয়েছে।
এব্যাপারে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আরিফ ইত্তেফাককে বলেন, ‘লালপুর উপজেলা বিএনপির’র তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সিদ্ধান্তে আমি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। দলের কারণ দর্শানোর নোটিশ পেয়েছি নিমানুযায়ী জবাব দেব’।