বৈশাখ এলো
/ নূরজাহান নীরা /
বৈশাখ এলো ধরার মাঝে
নতুন বছর শুরু
আসমান জমিন মেঘগর্জনে
কাঁপে দুরু দুরু।
মাঝে মাঝে কালবৈশাখীর
তান্ডবে দেয় হানা
বৈশাখের এই ভয়ংকর রূপ
আছে সবার জানা।
গাছে গাছে পাকা ফলের
মিষ্টি ম ম গন্ধে
প্রকৃতির এই মধু মেলায়
মন উড়ে যায় ছন্দে।
ফুলে ফুলে ছেয়ে ওঠে
ঐ দিগন্তের পার
বৈশাখ মানে বহুরূপী
নেই তুলনা যার।