আন্ধা নাছুর বান্দা
শেখ মোমতাজুল করিম শিপলু
ক্রন্দন হেরি মিনতি হায়
দুহাত তুলে মোনাজাত,
মরিবার ডর বাঁচার তরে
তব যে চায় শাফায়াত।
অতৃপ্ত হৃদ যাচে সদা
সম্পদের এই বাসনা,
আছে ভুরি ফকির স্বভাব
সুখের শত কামনা।
দান জানেনা পূর্ণ হস্তে
আন্ধা নাছুর বান্দা সে,
মোহ মায়ায় আঁখি জলে
শূন্য হাতটা তুলে সে।
নয়ন কোণে বিষাদ আঁকা
দয়া মায়ার বালাই নাই,
কর্তৃত্ব ভাব সদা মনে
কর্তা সেজে আছে তাই।
জ্ঞান বাজারে জ্ঞানের পাপী
এদের কেবল বলা যায়,
পরিতাপ নাই হৃদ মাঝারে
তাতেই যেন শান্তি পায়।