পথে মেলে পথের ঠিকানা
মহম্মদ সফিকুল ইসলাম
(পশ্চিমবঙ্গ, ভারত)
পথচারী ভুলে যায় পথ
কোন পথে যাবে সে!
চিনতে পারেনা,
আলো নিয়ে কোনপথে গিয়েছে ওরা!
মসৃণ রাজপথ ফেলে হেঁটে যায় বন্ধুর পথে
আস্তাকুঁড়,ভাগাড়ের মাঝখানে
খোলা ম্যানহোলে পড়ে হয় নাজেহাল ;
আজরাইলের লোকজন প্রয়োজন
তবুও তার হাত-পা ধরে টানে না!
পথের অন্তর্জাল তার অভেদ্য মনে হয়
উড়ান দেবার সাহস কোকিলের বাসায় তুলে রেখে
দাঁড়কাক সাজে;
পথ কিন্তু পথিককে ভোলে না
বুকখানা পেতে রাখে,
পথিক চিনতে পারলে ওই পথেই মেলে ঠিকানা।