নিজস্ব প্রতিবেদক/
যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নাটোরের বাগাতিপাড়ায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলা পরিষদ এলাকায় বঙ্গবন্ধুুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনসহ সরকারি বেসরকারী বিভিন্ন দপ্তর,শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ কমপ্লেক্সে প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাইমেনা শারমিনের সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়ের স্বাগত বক্তব্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা অধ্যাপক আবুুল হোসেন এবং সেকেন্দার রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, মহিলা ভাইস চেয়ারম্যান খোদীজা বেগম শাপলা, সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া মমতাজ, বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুার রায়,উপজেলা আওয়ামী লীগের সভাপতি(ভার:) সুকুমার মুখার্জী ও সাধারণ সম্পাদক মজিবর রহমানসহ শিক্ষক, সাংবাদিক,সরকারী কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।