আবুল কালাম আজাদ, নিজস্ব প্রতিবেদক গুরুদাসপুর (নাটোর)।।
নাটোরের গুরুদাসপুর উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরে কৃষি পুনর্বাসনের আওতায় রবি মওসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে সবজি বীজ বিতরন উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার ১১ জানুয়ারি বেলা ১২ টায় উপজেলা কৃষি অফিস কার্যালয়ে সবজি বীজ বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেণ ইউএনও সালমা আক্তার। এ সময় উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন ও গুরুদাসপুর পৌর মেয়র মোঃ শাহনেওয়াজ আলী উপস্থিত থেকে বিতরণ কর্মসুচির উদ্বোধন করেন।
উপজেলা কৃষি অফিসার মোঃ হারুনর রশিদ জানান উপজেলার নাজিরপুর ও চাপিলা ইউনিয়নের ১৭০ জন উপকারভোগী ক্ষুদ্র ও প্রান্তিক চাষী প্রত্যেককে হাইব্রিড জাতের ট্মেটো, মিষ্টি কুমড়া, লাউ, পালং শাক এবং লাল শাকসহ ৫ প্রকারের বীজ ( প্যাকেজ ) বিনামূল্যে দেওয়া হচ্ছে। হাইব্রিড জাতের সবজি চাষে কৃষকদের উতসাহিত করতে কৃষি অফিস থেকে মাঠ পর্যায়ে পরামর্শ এবং কারগরি সহায়তা দেয়া হচ্ছে।।#