নিজস্ব প্রতিবেদক /নাটোরের কাদিরাবাদের বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর পুরকৌশল বিভাগের ১২ ও ১৩ তম ব্যাচের শিক্ষার্থীদের চার সপ্তাহ ব্যাপী ইন্টার্নশিপ শেষ হয়েছে।
গত বৃহস্পতিবার (২১ ডিসেম্বর ২০২৩) তারিখে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ এর গবেষণা ও প্রশিক্ষণ শাখা কর্তৃক আয়োজিত ইন্টার্নশিপ কার্যক্রম এর সমাপনী অনুষ্ঠান বিএমডিএ সম্মেলন কক্ষ-১, প্রধান কার্যালয়, রাজশাহীতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমডিএ চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বেগম আখতার জাহান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রকৌশলী, বিএমডিএ এর নির্বাহী পরিচালক মোঃ আব্দুর রশীদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ সমশের আলী, নির্বাহী প্রকৌশলী মোহাঃ তরিকুল ইসলাম এবং উপ-সহকারী প্রকৌশলী মোঃ আবু হোসেন এবং বাউয়েটের সিই বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ জাকির হোসেন খান।