সংবাদদাতা/
ভরা মৌসুমেও ভোলার মেঘনা ও তেতুঁলিয়া নদীতে ইলিশের দেখা মিলছে না। তাই জেলে পরিবারের দিন কাটছে হতাশায়।
জানা যায়, প্রতি বছর এ সময়ে ইলিশ বিকিকিনির দৌড়ঝাঁপ থাকত। অথচ এ বছর ঘাটগুলোতে তার বিপরীত চিত্র দেখা যাচ্ছে।
জেলেরা জানান, ঝাটকা সংরক্ষণ, ২২দিন মা ইলিশ রক্ষা অভিযান, সাগরে টানা ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে ইলিশ শিকারের আশায় প্রতিদিন দল বেঁধে মেঘনা ও তেতুঁলিয়া নদীতে জাল ফেললেও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। সারাদিন নদীতে ঘুরে আশানুরূপ মাছ পাওয়া যাচ্ছে না। আর পেলেও তা দিয়ে ট্রলারের তেলের খরচ উঠছে না। তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়ায় অনেকে নদীতে যাওয়া বন্ধ করে দিয়েছেন। অন্যদিকে, প্রতিদিনই মহাজন ও তেলের দোকানের দেনা পরিশোধের চাপে হতাশায় দিন কাটছে তাদের।