নিজস্ব প্রতিবেদক॥ সুনামগঞ্জ জেলা শহরে এক বান্ধবীর বিয়ের দাওয়াতে গিয়ে সুরমা নদী সংলগ্ন রিভারভিউ এ গোসল করতে নেমে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিল হাই স্কুলের প্রধান শিক্ষক গাওসুল আজমের বড় ছেলে নাফিস আবরার (২৬) নিখোঁজ রয়েছেন। একই সাথে নিখোঁজ হওয়া তুষার রায় (২৬) নামে একজনকে জীবিত উদ্ধার করেছে ডুবুরিরা। তারা ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র। গতকাল শুক্রবার (১৪ জুলাই) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। তুষার রায় পাবনা জেলার ধামরা থানার নির্মল কুমার রায়ের ছেলে। তাকে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দৈনিক ইত্তেফাকের সুনামগঞ্জ প্রতিনিধি বোরহান উদ্দিন পদ্মাপ্রবাহকে জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা প্রায় এক ঘণ্টা উদ্ধার অভিযান চালায়। পরে রাত হওয়ার কারণে উদ্ধারকাজ স্থগিত করা হয়। নদীতে তীব্র স্রোতের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছিল।
সন্ধায় খববর পাওয়ার পর থেকেই প্রধান শিক্ষক গাওসুল আজমের নর্থ বেঙ্গল সুগার মিলের বাসায় শোকের মাতম চলছিলো। ঘটনা জানার পরেই প্রধান শিক্ষক তার ২/৩ জন সহকারীকে সাথে নিয়ে সুনামগঞ্জ ছুটে যান।
আজ সকাল সাড়ে আটটার দিকে দমকল বাহিনীর ডুবুরীরা পুনরায় উদ্ধার অভিযান পরিচালনা শুরু করে। বেলা ১-০০টায় রিপোর্ট লেখা পর্যন্ত সুরমা নদীতে উদ্ধার অভিযান অব্যাহত ছিলো।