মোঃ ছিদ্দিকুর রহমান  এর কবিতা “আত্মত্যাগের ঈদ”

হালাল টাকায় পশু কিনে
কুরবানি দাও সবে,
পাড়াপড়শি গরীব দুঃখী
তাদের দিতে হবে।
রক্ত গোস্তো চায় না খোদা
খুশি তিনি ত্যাগে ।
আত্মীয়দের উপোস রেখে
সুখ পাবেনা ভোগে ।
গরীব দুঃখী নিঃস্ব যারা
ওদেরও হক্ আছে ,
ঈদের খুশি পৌঁছে দিও
গরীব দুঃখীর কাছে।
আত্মা ত্যাগে অর্থ ত্যাগে
আল্লাহ হলে রাজি,
কিয়ামতে নাজাত দিতে
তিনিই হবেন কাজী ।
লোক দেখানো লৌকিকতা,
মনের নিয়ত হলে।
পরকালে ফল পাবেনা,
টাকা যাবে জলে ।
————-