নিজস্ব প্রতিবেদক/
নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রামে ভেজাল গুড়ের কারখানায় অভিযান চালিয়ে তিনজনকে জরিমানা ও কারাদন্ডাদেশ দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা সুলতানার ভ্রাম্যমাণ আদালত। রবিবার রাতে এই অভিযানে ৯ বস্তা চিনি, ২৩ কনটেইনার ভেজাল গুড়, এরারুট, ফিটকারি ও রং জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা জানান, ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার আইনের ২০০৯/৪২ ধারা অনুযায়ী চিনি, রং ও কেমিক্যাল দিয়ে ভেজাল খেজুর গুড় তৈরির অপরাধে আবুল কালাম (৬০), আসানুর (৩৫) ও রায়তুল্লা শাহকে (৪৫) আটক করে ৫০ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। জব্দকৃত ভেজাল গুড়, রং ও কেমিক্যালসহ কারখানায় ব্যবহৃত জিনিসপত্র ধ্বংস করা হয়।
লালপুর থানার ওসি মোনোয়ারুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃতদের আজ সোমবার নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।