নিজস্ব প্রতিবেদক॥
নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌর এলাকার আজিমনগর রেলওয়ে স্টেশনের অদুরে নারায়নপুর এলাকায় ট্রেনে কেটে এক নারী সহ তিনজনের মৃত্যু হয়েছে।
শনিবার দুপর ১টার দিকে রেললাইন দিয়ে হেঁটে বাড়ি ফেরার সময় পেছন দিক থেকে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেন তাদের ধাক্কা দেয়। পরে ট্রেনের চাকায় তাদের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। নিহতরা হলেন, নারায়নপুর গ্রামের মনজুর রহমানের স্ত্রী, গোপালপুর বাজারের ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং এর কর্মীী সাথী খাতুন (৩২), একই গ্রামের মৃত পাঁচু শেখের ছেলে ফার্নিসার ব্যবসায়ী জমির উদ্দিন (৭০) এবং কেশবপুর গ্রামের মৃত জেসার আলীর ছেলে, সাহাপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মমতাজ উদ্দিন (৬৭) ।
প্রত্যক্ষ দর্শীরা জানান, নিহতরা তিনজনই রেললাইন দিয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। তাদের সামনের দিক থেকে মালগাড়ী আসায় (আব্দুলপুর-ঈশ^রদী) পাশের লাইন দিয়ে হাঁটছিলেন। পেছন দিক থেকে আসা টুঙ্গীপাড়া-রাজশাহীগামী ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়েন তারা। খবর পেয়ে নিহতের স্বজনরা তাদের লাশ নিয়ে যায়।
সম্প্রতি সাময়িকভাবে বন্ধ হওয়া আজিম নগর রেলওয়ে স্টেশনের দায়িত্বে থাকা পোটার আবু রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।