লালপুর (নাটোর) সংবাদদাতা
নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের আবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীরা তাদের পাওনা টাকার জন্য বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে। শেষে নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
শনিবার সকাল সাড়ে ১০টায় মিলের ২নং গেটে বিক্ষোভ সমাবেশ ও মিলের প্রশাসন ভবনের সামনে মানববন্ধন করেছেন তারা। এ সময় বক্তব্য রাখেন, সাবেক সিবিএ সভাপতি ও অবসরপ্রাপ্ত কর্মচারী নজরুল ইসলাম, সাবেক সভাপতি আব্দুর রব, সালাউদ্দিন আমিন, শরিফুদ্দৌলা, হারুনর রশিদ, স্বপন পাল প্রমুখ। এছাড়া লালপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাহাক আলী ও মিলের সিবিএ সভাপতি খন্দকার শহিদুল ইসলাম অবসরপ্রাপ্তদের দাবীর সাথে একাত্ত্বতা ঘোষণা করে বক্তব্য রাখেন।
জানাগেছে, নর্থ বেঙ্গল সুগার মিলের আবসরপ্রাপ্ত প্রায় ২০০জন শ্রমিক-কর্মচারী, কর্মকর্তা তাদের গ্রাচুইটি বাবদ তের কোটি ৫০ লক্ষ টাকা পাওনা রয়েছেন।