মোঃ মিঠুন ইসলাম:
লালপুরে বাকনা খেলোয়াড় কল্যাণ সংঘের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২৬ আগষ্ট) বিকেলে বাকনা পদ্মা নদীর পাড় সংলগ্ন ইট ভাটায় বাকনার ক্রীড়া প্রেমি যুব সমাজের আয়োজনে অপু ও মাইনুল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় উক্ত অনুষ্ঠানে লালপুরের উদীয়মান খেলোয়াড় রাজনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোনোয়ার হোসেন (নান্টু), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু,১নং লালপুর ইউনিয়নের ইউপি সদস্য কামরুজ্জামান চঞ্চল, নান্টু প্রমূখ।
ফুটবল বাঙালির জাতীয় খেলা না হলেও বাঙালির মন ও প্রানের সাথে মিশে আছে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ফুটবল খেলাকে উপভোগ করতে বিভিন্ন দেপান্তর থেকে খেলা দেখতে আসে ফুটবল প্রেমিরা । তাদের এই মনের খোরাক মেটাতে বাকনার তরুণ ক্রীড়া প্রেমী যুবকরা এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে।
উক্ত খেলায় চংধূপইল স্পোটিং ক্লাবকে ০-১ গোলে মোমিনপুর যুব সংঘ পরাজিত করে বিজয়ী হয়েছে। বিজয়ীদের হাতে পুরস্কার প্রাইজমানি ও ট্রফি তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দরা।