লালপুর (নাটোর) সংবাদদাতা
নাটোরের লালপুর উপজেলার বিজয়পুর গ্রামে রাশেদা খাতুন (৪৫) নামের এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে । মেক্সীপরা ওই মহিলার লাশের পাশে পড়ে ছিলো মাথার ব্যান্ড ও ৫শ টাকার নোট। ওড়না ঝুলছিল বড়ির একটি গাছে। মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে পুলিশ তার নিজবাড়ি থেকে লাশটি উদ্ধার করেছে । রাশেদা বেগম ওই গ্রামের মৃত আবু তাহের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬ টার দিকে তার এক প্রতিবেশী ওই বাড়ির টিউবওয়েলের পাশে রাশেদার লাশ দেখে অন্যদের জানান। পরে লালপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। সোমবার রাতের কোন এক সময় রাশেদার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার রাতে রাশেদার বাড়িতে তার অসুস্থ বৃদ্ধ মা ছাড়া আর কেউ ছিলো না। তিনি ঠিকমত কথাও বলতে পারেন না। লাশের গলায় দাগ রয়েছে বলে জানান স্থানীয় লোকজন।
এবিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোনোয়ারুজ্জামান বলেন, কি কারনে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।