লালপুর (নাটোর) সংবাদদাতা: নাটোরের লালপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ শহিদুল ইসলাম বকুল।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবাশীষ বষাক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনায়ারুল ইসলাম চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌসী প্রমূখ। পরে অটিজমসহ একীভূত শিক্ষা বাস্তবায়নের আওতায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর জন্য অ্যাসিসটিভ ডিভাইস বিতরণ করেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এমপি।