জিল্লুর রহমান পাটোয়ারী
আষাঢ় এলো আকাশ মাতিয়া,
আকাশে মেঘের ভেলা –
সারাদিন ঝড় বৃষ্টিবাদল,
লুকোচুরি করে খেলা।
মেঘ উড়ে চলে ছুটে কোন দূরে,
দূরন্তের কোন সীমানায় –
বজ্রের গর্জনে বাজ ফাটে,
ভরা নদীর কিনারায়।
কালো মেঘে ঢেকে দেয়,
আকাশটা আবরণে –
আঁধারে আলো নিভে যায়,
আষাঢ়েরের এই ক্ষণে।
সূর্যটাকে ঘোমটা দিয়েছে মেঘ,
নাই তাঁর আলো –
আষাঢ়া মেতেছে আজ বর্ষণে,
নিয়ে মেঘ কালো।