লালপুর (নাটোর) সংবাদদাতা
নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভা সড়কের উত্তরা সিনেমা হলের অদুরে দু’টি মোটর সাইকেলের সংঘর্ষে মাহবুবুর রহমান জীবন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে এবং সেলিম রেজা নামের অপর এক মোটর সাইকল আরোহী আহত হয়েছেন। জীবন উপজেলার কেশবপুর গ্রামের মৃত মোখলেসুর রহমানের ছেলে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সোমবার বিকেলে তার মৃত্যু হয়।
জানাগেছে মাহবুবুর রহমান জীবন সোমবার দুপুরে মোটর সাইকেল নিয়ে পৌরসভা কার্যালয়ে যাওয়ার পথে বিপরিত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের সাথে মুখোমুখি ধাক্কা লাগে। এতে সে গুরুত্বর আহত হলে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।