এতো সুন্দর বসুন্ধরায়
বাঁচতে ইচ্ছে করে!
অন্তর কাঁদে মরণভয়ে
মন বসে না ঘরে।
হঠাৎ করে এলাম ভবে
সৃষ্টি রীতি মেনে,
রিপুর বশে এ মন এখন
পাপের বাজার কেনে।
মাটির দেহ থাকবে পড়ে
রুহু বিদায় নেবে,
সাড়ে তিন হাত মাটির ঘরে
শুইয়ে আমায় দেবে।
রাজা প্রজা সবার বেলায়
একই দশা হবে,
চামড়া গোস্ত পঁচবে শুধু
হাড্ডি পড়ে রবে।
কেউ কী সেদিন কাউকে চিনতে
কোন সময় পারবো!
তাইতো এখন সব অহঙ্কার
একেবারে ছাড়বো।
মরণ কথা হৃদয় মাঝে
করবো স্মরণ সবে,
আল্লাহপাকে বাসবে ভালো
দুই জগতে তবে।