এম হাবীবুল্লাহ
(ঘাটাইল, টাংগাইল)
উড়ু-উড়ু মনটা আমার
মানে না তো মানা
ছলচাতুরি করবে সে যে
ছিল না তো জানা।
মনের সাথে যুদ্ধ করে
যাচ্ছি আমি হেরে
বললে তারে বেশি কিছু
শুধুই আসে তেড়ে ।
উথালপাথাল মনটা নিয়ে
এখন কী যে করি
কোনো ভাবেই যায় না বাঁধা
তারে ভীষণ ডরি।
মনের মাঝে বৃষ্টি ঝরুক
প্লাবন বয়ে যাক না
মনটা আমার বন্দী হয়ে
মনের কোঠায় থাক না।