নিজস্ব প্রতিবেদক: লালপুর উপজেলার দুয়ারিয়ায় ১৪৪ ধারা ও পুলিশি নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের মহেশ্বর গ্রামের মৃত মেহের আলী প্রাং এর পুত্র মোঃ আব্দুল কুদ্দুস প্রাং দীর্ঘ প্রায় ৫০ বছর যাবৎ ক্রয়সূত্রে মালিক হয়ে একটি জমি ভোগ-দখল করে আসছিল। ১৯২১ সালের সি.এস রেকর্ড অনুযায়ী মালিকানা দাবী করে নাটোর আমলী আদলতে মৃত মোহাম্মদ আলীর স্ত্রী আয়েশা খাতুন মামলা করে। মামলা চলাকালীন ৪টি দাগে ২.১৩ একর বাদিনীর ওয়ারিশগণ আনোয়ার দিং জবর দখল করার জন্য হুমকি দেওয়ার প্রেক্ষিতে ভোগ-দখলকারী কুদ্দুস ১৪৪ ধারার একটি মামলা করে।পুলিশ ঘটনাস্থলে এসে উভয় পক্ষকে শান্তি-শৃংখলা বজায় রাখার স্বার্থে নিষেধাজ্ঞা দেয়। কিন্তু সম্প্রতি আনোয়ার দিং ও তার আত্নীয়-স্বজন দেশীয় অস্ত্র ও বাঁশের লাঠি-ফলা নিয়ে উক্ত জমির ৩১৪নং দাগে দখলের উদ্দেশ্যে পুকুরের মাঝ খানে বাঁশের খুঁটিপুতে যায়।এর প্রেক্ষিতে দুয়ারিয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা নিখিল চন্দ্র সূত্রধর সরেজমিনে তদন্তে আসলে এলাকাবাসী জানায়, দীর্ঘ ৫০ বছর যাবৎ কুদ্দুস দিং উক্ত জমি ভোগ-দখল করে আসছে। বিবাদী আনোয়ার-রবিউল দিং জানায় এতদিন কুদ্দুস দিং এই জমি ভোগ-দখল করত। গতকাল আমরা তা দখলে নিয়েছি। কুদ্দুস দিং এর কাগজ-পত্র দেখে জানাযায়, দীর্ঘ ৭১ বছরের চেক, এস.এ এবং আর.এস.এ রেকর্ড তাদের অনূকুলে রয়েছে। বিবাদী আনোয়ার দিং মামলার আরজি ছাড়া আর কোন কাগজ-পত্র দেখাতে পারেনি। উভয় পক্ষের মধ্যে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।