বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় রাতের আঁধারে এক কৃষকের বাগানের ৯৬টি আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত বুধবার দিবাগত রাতে উপজেলার পাঁকা ইউনিয়নের রামপাড়া এলাকায় ওই আম গাছ কর্তনের ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে জমির মালিক ইসমোয়ারা চুমকি অজ্ঞাত আসামি করে বাগাতিপাড়া মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ করে তিনি বলেন, ক্রয় সূত্রে প্রাপ্ত ৬০শতাংশ জমিতে পুরাতন আম গাছের পাশাপাশি ৪০হাজার টাকা ব্যয়ে নতুন করে বেশ কিছু আমের চারা রোপন করেন। কিস্তু কে বা কারা তাদের স্বপ্নে জল ঢেলে নতুন গাছ গুলো রাতে কেটে ফেলেছে।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেয়েছি, তদন্ত করে দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’