জিল্লুর রহমান পাটোয়ারী /
পুরাতনকে ছেড়ে নতুন আসুক,
ছড়ায়ে নতুন আলো –
চারিদিক আজ নতুন সাজুক,
কাটুক জরতার কালো।
গেয়ে যাক গান নতুন করে,
সুরের বিতান লয়ে –
দূর হয়ে যাক জরতা জরা,
পুরাতন যাক ক্ষয়ে।
নতুন আসুক নতুন ভাসুক,
পুরাতন যাক চলে –
এটাই-তো নিয়ম নিয়তির খেলা,
সময়টা দেয় বলে।
নতুনের গান ভরে যাক প্রাণ,
নতুন দিনের গানে –
পুরাতনকে মুছে ফেলে দেই,
সুরের তানে তানে।