কারে বলি, কত বলি,
আর যে না পারি রে,
চারিদিকে চেয়ে দেখি
গুজবের ছড়াছড়ি রে !
মায়ে মারে, বাপে মারে
সেটা তবু সহা যায়,
‘করোনা’-ই যদি মারে এসে
সে তো বাপু মহা দায় !
দাও যত উপদেশ,
কেবা কানে নিচ্ছে !
করছে যে সবই তারা
যার যা ইচ্ছে ।
লোক মুখে মাস্ক দেখে
এটা শুধু মনে হয়,
পরিত্রাণ এতেই আছে
ঘরে বসে থাকা নয় !
নিষেধাজ্ঞা সত্ত্বেও
বাহিরেতে ঘুড়ছে,
যেঁচে পড়ে তারা যেন
মহামারী আনছে !
ঘুঁচে যাবে মিছে দম্ভ
যত আছে জারি-জুড়ি রে।
তাই বলি,
এসো সবে ঘরে থেকে
মহামারী রুখি রে !