নিজস্ব প্রতিবেদক/
নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌর বিএনপি’র নবগঠিত আহবায়ক কমিটি বাতিল করে কমিটি পুন:গঠনের দাবি জানিয়েছে পদবঞ্চিত নেতাকর্মীরা। অরাজনৈতিক নেতা কর্মিদের নিয়ে পৌর বিএনপি’র আহবায়ক কমিটি গঠনের অভিযোগে শুক্রবার সকালে লালপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন তারা।
গোপালপুর পৌর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক শাহীনুর আলম লিখিত বক্তব্যে বলেন, ‘পৌর বিএনপি’র যে আহবায়ক কমিটি গত ২৩ অক্টোবর পাশ হয়েছে। তাতে অরাজনৈতিক ব্যাক্তিদের নামও দেওয়া হয়েছে। এমন কি মৃত ব্যক্তির নামও অর্ন্তভুক্ত করা হয়েছে। এতে সংগঠনের ত্যাগি নেতাকর্মীরা বাদ পড়েছে। নতুন এই আহবায়ক কমিটিতে যাকে সদস্য সচিব করা হয়েছে বিএনপিতে তার কোন সদস্য পদও কোন দিন ছিলো না। তিনি বলেন বিএনপির মতো একটি গনতান্ত্রিক দলে এমন অরাজনৈতিক কার্মকান্ড মোটেও কাম্য নয়। এছাড়া বিএনপি ও তার অঙ্গ সংগঠনের পদে রয়েছেন এমন ব্যক্তির নামও কমিটিতে রাখা হয়েছে।’
তারা এই আহবায়ক কমিটি বাতিল করে পুনরায় ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের ভিত্তিতে নতুন কমিটি গঠনের দাবি জানান তারা। অন্যথায় বিএনপি থেকে গণপদত্যাগের হুমকী দেন।